www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

সেতুমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করবে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক : মিরপুরের ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
দূর্ঘটনার পর থেকে গত তিনদিন ধরে হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। তাদের জন্য ত্রান নিয়ে দুপুরে সেখানে যান ওবায়দুল কাদের।
ক্ষতিগ্রস্থ এসব পরিবারের পাশে থেকে তাদের পুনর্বাসনের জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নেবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে এসে এখানে নামকাওয়াস্তে রিলিফ দেয়ার নামে লিপ সার্ভিস দিয়েছেন, বক্তৃতা করেছেন, দোষারোপ করেছেন, সরকারের ঘাড়ে দোষ চাপিয়েছেন। আমি আপনাদের (বস্তিবাসী) আশ্বস্ত করছি আমরা এই ক্ষতিগ্রস্থ এলাকায় যতদিন সাহায্যের দরকার করবো, ত্রানের দরকার দেবো। পুনর্বাসন পর্যন্ত শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে।’
ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করে সরকারের এ মন্ত্রী বলেন, ‘আপনারা নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। একদিকে ডেঙ্গু সারাদেশে আতঙ্ক ছড়িয়েছে, এর মধ্যে অগ্নিকাণ্ড এই এলাকার মানুষের মধ্যে অবর্ণনীয় দু:খ-কষ্ট নিয়ে এসেছে। এ ব্যাপারে আমরা অবহিত। আপনাদের ঘরবাড়ি আবারো পুন:নির্মাণ পর্যন্ত এবং আপনাদের পুনর্বাসিত করা পর্যন্ত আমাদের দল ও সরকার আপনাদের পাশে থাকবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। আমরা জানি, আপনারা যারা ঘড়বাড়ি সহায়-সম্বল হারিয়েছে, তারা এখন কথা শুনতে চায় না, ভাষন শুনতে চায় না। তারা সাহায্য চায়, পুনর্বাসন চায়। তারা বাঁচার মতো বাঁচতে চায়। আমরা সেই ব্যবস্থা করবো।’
ঈদের দুর্ঘটনা ও প্রাণহানির প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অতিরিক্ত লাভের জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালায় চালকরা। এতে দূর্ঘটনার পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যায়।’
‘আমি এ ব্যাপারে ৩/৪ দিনের মধ্যে সড়ক কমিটির রিপোর্ট নিয়ে ব্রিফ করবো। কেন এতো দূর্ঘটনা ঘটছে এর কারন অনুসন্ধান করে বের করতে হবে। যারা এ জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে পদক্ষেপ নিতে এরই মধ্যে বৈঠক ডেকেছি।’-বলে জানান ওবায়দুল কাদের।

error: Content is protected !!