www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

সুন্দরগঞ্জে বন্যা সহনশীল ধানের মাঠ প্রদর্শনী

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য-বেলকা গ্রামে বন্যা সহনশীল সাত হাজার ছয় হাইব্রিড জাতের রোপা আমণ ধানের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার সকালে উক্ত গ্রামের কৃষক হীরক চন্দ্র সরকারের বাস ভবনের উঠানে মতবিনিময় সভানুষ্ঠিত হয়। এতে নতুন প্রজাতের এ ধন চাষে কৃষকের সুবিধাদী তুলে ধরে বক্তব্য রাখেন- বায়ারক্রপ সায়েন্স লিমিটেড’র বগুড়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার- কৃষিবিদ শামীম হোসাইন, সীড প্রডাকশন অফিসার- কৃষিবিদ আব্দুল হামিদ, গাইবান্ধা টেরিটরি অফিসার- কৃষিবিদ মাসুদ রানা, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি- আবু বক্কর সিদ্দিক, কৃষক হীরক চন্দ্র সরকার, উক্ত বায়ারক্রপ সায়েন্স লিমিটেড’র হারুন-উর-রশীদ, ইউনুস আলী প্রমূখ। এসময় উপস্থিত শ’ শ’ কৃষক স্বতঃস্ফূর্তভাবে বন্যা সহনশীল ও উচ্চ ফলনশীল নতুন প্রজাতের রোপা আমণ ক্ষেত প্রদর্শন করে এ ধান চাষে আগ্রহ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!