www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

সিরিয়া হামলায় কাতারের সহযোগিতা লজ্জাজনক: দামেস্ক

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় হামলা চালাতে ঘাঁটি ব্যবহার করতে দেয়ায় কাতারের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। বিষয়টি দোহার জন্য ‘লজ্জাজনক’ অভিহিত করে কাতারের আমিরের নিন্দা জানিয়েছে সিরিয়া সরকার।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দেশটির সরকারি বার্তা সংস্থা- সানাকে এই কথা জানিয়েছে।

সিরিয়ায় গৌতায় রাসায়নিক গ্যাস হামলা চালানোর অভিযোগে দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় রাশিয়া জানায়, সিরিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলে মস্কো জবাব দেবে। কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা আকাশেই ধ্বংস করা হবে। বিশ্বের শীর্ষ দুই ক্ষমতাধর দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের পর গতকাল মিত্র দেশ ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে সিরিয়ায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

পশ্চিমা জঙ্গি বিমানগুলো কাতারের ‘আল-উদেইদ’ বিমানঘাঁটি ব্যবহার করে হামলা চালাচ্ছে। এই বিমানঘাঁটিটি মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সেনাঘাঁটি হিসেবে পরিচিত। এ ঘাঁটিতে ব্রিটেনসহ আরও কিছু দেশের সেনাও মোতায়েন রয়েছে। আফগানিস্তান, সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান পরিচালনার কাজে আমেরিকা আল-উদেইদ সেনাঘাঁটি ব্যবহার করে।

বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়ায় কাতারের সমালোচনা করে সিরিয়ার সূত্রটি বলেছে, কাতারের এই লজ্জাজনক অবস্থানে দামেস্ক মোটেও বিস্মিত হয়নি। কারণ, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেয়ার পেছনে কাতার বড় ধরনের ভূমিকা রেখেছে। এছাড়া, এসব জঙ্গি গোষ্ঠীকে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে সব রকম সহযোগিতা দিয়েছে দোহা।

সূত্র: পার্স টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!