www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

শিক্ষামন্ত্রী এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই

শিক্ষা ডেস্ক:শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এমপিওভুক্তিতে রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। বিদ্যমান নীতিমালায় যোগ্য বিবেচিত সব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
রবিবার (২১ অক্টোবর) ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এদিকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় স্বীকৃতির মানদণ্ডে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি পূরণের কোনো আশ্বাস না পাওয়া সোমবার থেকে অনশন শুরুর ঘোষণা দিয়েছে ননএমপিও শিক্ষক-কর্মচারী নেতারা।
জানা যায়, সকল শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে শিক্ষক-কর্মচারীদের একাংশ। শিক্ষক নেতারা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সোমবার (২১ অক্টোবর) থেকে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে আমরণ অনশন শুরু করবেন তারা। শিক্ষামন্ত্রী সঙ্গে ননএমপিও শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মানার আশ্বাস না পাওয়ায় আবারও অনশনে শুরু করার ঘোষণা দিয়েছে বলে জানান শিক্ষকরা।

error: Content is protected !!