www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতির মাতার ইন্তেকাল

খুলনা প্রতিনিধি : রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় দৈনিক ভোরের ডাকের খুলনা প্রতিনিধি ও আমার একুশ পত্রিকার মফস্বল সম্পাদক এস এম মাহাবুবুর রহমানের মাতা ফাতেমা বেগম (৮৫) গত ২৭ জুলাই রাত আনুমানিক ১০ টার দিকে খুলনা সদর হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……..রাজিউন)। মৃত্যু কালে তিনি ৩ পুত্র, ৬ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা ১১ টায় পূর্বরূপসাস্থ বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাযা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামাল জামাল, আমার একুশ পত্রিকার প্রধান সম্পাদক আতিয়ার পারভেজ, ব্যবস্থাপনা সম্পাদক শাহিন ইসলাম সাইদ, নিউজ ২৪ এর খুলনা প্রতিনিধি সামছুজ্জামান শাহীন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, হায়দার আলী, বিএনপি নেতা আলহাজ্ব মহিউদ্দিন শেখ, এ্যাড. মোস্তাফিজুর রহমান মোস্তাক, ফকিরহাট বিসমিল্লাহ ফিস ফিডের চেয়ারম্যান আলহাজ্ব হেমায়েত উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ইউপি সদস্য ইলিয়াজ শেখ, শ্রমীকলীগের সভাপতি আ. সাত্তার, শেখ ফরিদ, বিএনপি নেতা ইউনুছ আলী গাজী প্রমুখ। সাংবাদিক মাহাবুবুর রহমানের মাতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাইদ, উপদেষ্টা এ্যাড. সুজিত অধিকারী, মো. আনোয়ার হোসেন, সামছুজ্জামান শাহীন, ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, কৃষ্ণ গোপাল সেন, সহ-সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ আ. রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, এমডি অলিদ শেখ, তৌহিদুল ইসলাম কচি, সদস্য আ. জব্বার শিবলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!