www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’চালু হচ্ছে ২৭ মে

২৭ মে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর-আমনুরা-রাজশাহী-ঢাকা-রহনপুর রুটে চলাচল করবে।
বুধবার এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি জানান, আগামী ২৭ মে চাঁপাইনবাবগঞ্জে উপস্থিত থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ‘ম্যাংগো স্পেশাল ট্রেনে’ আমের কেজি প্রতি ভাড়া পড়বে ১ টাকা ৩০২ পয়সা। এছাড়া আমের সঙ্গে একই ট্রেনে শাকসবজি ও ফলমূলও ঢাকায় আসবে।

২০২০ সালে প্রথমবারের মতো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু করা হয়। সে বছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে’ ঢাকায় আনা হয়। এতে রেলওয়ের আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

error: Content is protected !!