www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়েপ্রচ্ছদশীর্ষ সংবাদসিলেট

মেট্রোপলিটন পুলিশের আইনশৃংখলা পরিস্থিতি ভেস্তে যেতে বসেছে,নগরী রক্ষায় সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনের মতো অফিসার চাই

দেশের অন্যতম আলোচিত জঘন্যতম ঘটনা সিলেট মহানগরীর অভ্যন্তরে শাহ পরান থানার অধীনে বৃহত্তর সিলেটের শিক্ষা-বিস্তারের হৃৎপিণ্ড বলে খ্যাত মুরারী চাঁদ (এমসি) কলেজ হোস্টেলে তরুনী নববধূকে দলবদ্ধ ধর্ষণ। নোয়াখালীর বেগম গঞ্জের নারী নির্যাতন ও ধর্ষণ। এর রেশ কাটতে না কাটতেই সিলেট মহানগরীর কোতোয়ালি থানার অধীনস্থ পুলিশ ফারিতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু সিলেটবাসীকে আতংকিত করছে। যুবকের শরীরে নির্যাতনের ক্ষত চিহ্ন প্রমাণ করছে সাধারণ মানুষ কত অসহায়।
কি দোষ ছিলো যুবক ছেলেটির? পুলিশও তো মানুষ, তাহলে মানুষের প্রতি এত নিষ্ঠুর আচরণ কেন? মানুষের খুনের বিনিময়ে বদলি ও সাসপেন্ড আদৌ কি ধরনের শাস্তি-এই প্রশ্ন নগর জুড়ে।পুলিশের প্রশাসনিক কাঠামো না-বুঝার কারণে কেউ কেউ মেধাবী ও সৎ পুলিশ অফিসার সিলেট জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিনেরও সমালোচনা করছেন। যারা পুলিশের প্রশাসনিক কাঠামো বুঝেন তাঁরা ফরিদ উদ্দিনের সমালোচনা না-করলেও সাধারণ নাগরিক তো আর এতসব বুঝেনা।
সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলি, ওসমানী নগর থানার গোয়ালা বাজারের ৮০ উর্ধ্ব বয়সী খাতিম উল্লার সাথে। খাতিম উল্লা বলেন, “হুনলাম (শুনতে পেলাম) পুলিশ সুপার ফরিদ উদ্দিন খুব ভালো,তো সিলেট শহরে এত অপরাধ অয় (হয়) কেন? উনাকে যখন বুঝিয়ে বলি, চাচা, আসলে সিলেটের মহানগরীর আইন-শৃঙ্খলা দেখার জন্য এসপি ফরিদ উদ্দিনের মত মর্যাদা সম্পন্ন আলাদা একজন পুলিশ অফিসার আছেন। মহানগরী জেলা,পুলিশের নিয়ন্ত্রণে নয়। ঢাকা-চট্টগ্রাম ও অন্যান্য মহানগরের মত সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য উন্নয়নের জন্য রয়েছেন মেট্রোপলিটন পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশের অফিসারবৃন্দ।বিষয়টি বুঝতে পেরে খাতিম উল্লাহ বলেন, তাহলে নগরীতেও তো পুলিশ সুপার ফরিদ উদ্দিনের মতো দক্ষ সৎ ও মেধাবী পুলিশ অফিসার দরকার। এরকম বলেছেন, বালাগঞ্জের রাধাকোনা গ্রামের অমূল্য দাশ, গোলাপ গঞ্জের সরকারি চাকুরীজীবি আব্দুল মুমিত, কোম্পানি গন্জের মমতা বেগম সহ অসংখ্য লোকজন।
সবার চাওয়া হলো সিলেট নগরীর আইনশৃঙ্খলার উন্নয়নে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনের মতো উন্নত নৈতিক মূল্যবোধ সম্পন্ন পুলিশ অফিসার দিয়ে সিলেট মেট্টপলিটান পুলিশ বিভাগকে ঢেলে সাজানো হোক।

error: Content is protected !!