www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

ভেন্টিলেটর চাইলেন জনসন…ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:করোনা নিয়ে বিশ্বজুড়ে যেমন বিরাজ করছে আতঙ্ক তেমনি চলছে কাদা ছোড়া ছুড়ি। করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে ভেন্টিলেটর চেয়েছেন বরিস জনসন এমন অভিযোগ করেছেন ট্রাম্প। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ট্রাম্প জানান, শুক্রবার এক ফোন কলের মাধ্যমে তার সহকারীর কাছে ভেন্টিলেটরের কথা বলেন জনসন। এ জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা বিশ্বকে ভেন্টিলেটর সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। বরিস জনসনের করোনা পজেটিভ নিয়ে তিনি বলেন খুব শিগরিই সুস্থ হয়ে উঠবেন জনসন।
ট্রাম্প আরো বলেন ইতালি, স্পেন , জার্মানি সবাই ভেন্টিলেটর চাচ্ছে। আমরা সবার কথা ভেবেই কাজ করছি। সবার জন্য ভেন্টিলেটর তৈরী করা হচ্ছে।
যেখানে যুক্তরাজ্যে ১৪ হাজার ৫শ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রে এ সংখ্যা লাখখানেক।

error: Content is protected !!