www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

বিজ্ঞান ও প্রযুক্তি

ব্ল্যাকবেরির নতুন ফোনের টিজার প্রকাশ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্ল্যাকবেরির আপকামিং স্মার্টফোন কি টু এলই-এর টিজার প্রকাশ করেছে সংস্থাটি। এই ফোনটি আইএফএ-২০১৮ তে অবমুক্ত করা হবে।

ব্ল্যাকবেরিরকে বলা হয় দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ফোন। এই ফোন একক্রিপটেড তাই পৃথিবীর কোনো কোনো দেশে এই ফোন বিক্রি নিষিদ্ধ।

জিএসএম এরিনা জানিয়েছে, ব্ল্যাকবেরি কি টু এলই মূলত মধ্যম ঘরানার ফোন। এর দামও হবে হাতের নাগালে।

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে ফিজিক্যাল কি-বোর্ড থাকছে। এর ডিসপ্লে সম্পূর্ণ টাচস্ক্রিন।

প্রিমিয়াম সেগমেন্টের এই ফোনটির দাম হতে পারে ১ হাজার ডলার।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফিজিক্যাল কি-বোর্ডের স্পেসবারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সংযোজন করা হয়েছে।

একটি সূত্র বলছে ব্ল্যাকবেরি কি টু এলই মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট থাকবে। এতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হতে পারে। স্টোরেজ হবে ৩২ জিবি কিংবা ৬৪ জিবি।

নতুন ফোনটির ডিসপ্লে হবে ৪.৫ ইঞ্চির। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৬২০ পিক্সেল।

ছবির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে।

বর্তমানে ব্ল্যাকবেরির ফোন তৈরি করছে টিসিএল।

টিজারটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন: https://twitter.com/twitter/status/1033021323738574848

error: Content is protected !!