www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

বিনিয়োগকারীদের জন্য বেজার ‘ওয়ান স্টপ’ সার্ভিস মার্চে

নিজস্ব প্রতিবেদক : দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগকারীদের এক ছাতার নিচে ১৬ ধরনের সেবা দিতে মার্চ থেক ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বুধবার রাজধানীর স্থানীয় এক হোটেলে আয়োজিত সেমিনারে এই ঘোষণা দেয় বেজা।

সেমিনারে বেজার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহম্মদ শোহেল। আর বেজার ‘ওয়ান স্টপ সার্ভিস’ (ওএসএস) বিষয়ে পরিকল্পনা উপস্থাপন করেন জাইকার প্রজেক্ট দলপতি আকিহিকো মরিনাগা। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, জাইকার সিসিনয় প্রতিনিধি ইয়োসিবুমি বিতো, জোট্রার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডেইসুক আরাই এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার আব কমার্সের সভাপতি সালাহউদ্দিন কাশম খান উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘বিনিয়োগকারীদের কীভাবে সেবা দেবে সে বিষয়ে বেজা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০১৯ সালের মার্চে এই সেবা চালু করার মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন যুগে পর্দাপণ করবে। এই সেন্টারে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিযুক্ত থাকবেন।’

জাইকার সিনিয়র প্রতিনিধি ইয়োসিবুমি বিতো বলেন, ‘আমরা প্রথমে শুধু জাপানি বিনিয়োগকারীদের সেবা দেওয়ার কথাই ভাবছিলাম। পরে বেজার নির্বাহী পরিচালক ও অন্য কর্মকর্তাদের অনুরোধে সবার জন্য এই সবা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা করার সিদ্ধান্ত নেই।’

বিনিয়োগকারীদের জন্য সব ধরনের সেবা এক ছাতার নিচে আনার লক্ষ্যে ২০১৭ সালে ‘ওয়ান স্টপ সার্ভিস বিল- ২০১৮’ পাস হয়। এর ফলে এক জায়গায় ট্রেড লাইসেন্স, জমি রেজিস্ট্রেশন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন-ইন্টারনেট সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ ২৭টি ক্যাটাগরিতে সেবা দেওয়া হবে। তবে মার্চ থেকে ওয়ান স্টপে ১৬টি সেবা মিলবে।

error: Content is protected !!