www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

জাতীয়শীর্ষ সংবাদ

বাংলাদেশের ও ভারত মধ্যে সম্পর্ক অকৃত্রিম….তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো কোন সম্পর্কের তুলনা হয় না।
বুধবার সচিবালয়ে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়েই কিন্তু দিল্লীতে ফেরত যাচ্ছেন। তিনি সচিব মর্যাদায় পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে আমি তাকে অভিনন্দন জানাই।
মন্ত্রী বলেন, তার অবস্থান কালে আমাদের মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন ভারতে বহুবছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে আমাদের বিটিভি দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান মালা সেখানে সম্প্রচার হচ্ছে।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যেটির কাজ শুরু হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে৷ তবে খুব শিগগিরই সেকাজ শুরু হবে।
একই সঙ্গে দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মের কাজও শুরু করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি।

error: Content is protected !!