www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকস্বাস্থ্য

ফুসফুসের সমস্যার লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক : আমরা শ্বাস-প্রশ্বাস নিই ফুসফুসের মাধ্যমে। তাই ফুসফুস আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম। আমরা শ্বাস নিলে সুস্থ ফুসফুস অক্সিজেন গ্রহণ করে। এরপর এই অক্সিজেন রক্তের মধ্যে ছড়িয়ে যায়।এই অক্সিজেন পরিবাহিত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছায়। তাই ফুসফুস সুস্থ রাখা জরুরি।

তবে চিন্তার বিষয় হলো বিশ্বব্যাপী বহু মানুষ ফুসফুসের সমস্যায় আক্রান্ত। ফুসফুসের সমস্যার একটি বড় কারণ ধূমপান। এ ছাড়া পরিবেশদূষণ, গাড়ির কালো ধোঁয়া, ধুলাবালি ইত্যাদি ফুসফুসের সমস্যা বাড়িয়ে দেয়।

ফুসফুসের সমস্যার কিছু লক্ষণ জেনে নিই চলুন-

১. দীর্ঘমেয়াদি কাশিকে ফুসফুসের সমস্যার প্রথম লক্ষণ বলা যায়। ওষুধ খাওয়ার পরও কাশি ভালো না হলে বা কাশি চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।

২. ছোট শ্বাস বা শর্ট ব্রেথ ফুসফুসের সমস্যার আরো একটি লক্ষণ। এর মানে শ্বাস নিতে ও ছাড়তে ফুসফুসের কষ্ট হচ্ছে। যদি শ্বাস ছোট হয়, তাহলে কেবল বয়স বাড়ছে, এটি না ভেবে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. শ্লেষ্মা ফুসফুসে আটকে থাকা জীবাণু বের করে দেয়। তবে ঠান্ডা বা কোনো রোগ ছাড়াই অনেক বেশি শ্লেষ্মা তৈরি হলে, এটি ফুসফুসের সমস্যার লক্ষণও হতে পারে। এমন হলে চিকিৎসকের কাছে যান।

error: Content is protected !!