www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

ফকিরহাটের বেতাগা ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠেছে : খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বলেন বেতাগা ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন এটির অর্জন সারাদেশে ছড়িয়ে দিতে হবে। বেতাগা ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন পরিবেশের উন্নয়ন ও শতভাগ ট্যাক্স আদায় সহ সকল অর্জন দেশের অন্য কোন ইউনিয়নে আছে বলে আমার মনে হয় না। এটিই সারাদেশের একটি মডেল হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। তিনি বুধবার দুপুর ১২টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ কর্তৃক ফুটবল মাঠে আয়োজিত ৪র্থ বেতাগা দিবস-২০১৭ পালন অনুষ্ঠানে প্রদর্শনী, সম্মাননা, বৃত্তি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই ইউনিয়নে স্ট্যাডিং কমিটি গুলো অনেক সক্রীয় ও শক্তিশালী। যা দেখলে মনে হয়, এটি একটি সাংসদ। তিনি জনপ্রতিনিধি অভিভাবক ও মায়েদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখুন, তারা যেন মাদকাসক্ত না হয়। তাছাড়া বাল্য বিবাহ রোধ করার জন্য সকলের প্রতি আহবান জানান। স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা পাল ও বিভাগীয় কমিশনারের পিএস-২ মোঃ সাইফুল ইসলাম। সিআইজি ফোরমের সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিএসএস স্বাস্থ্য বিভাগের পরিচালক মোঃ সাজ্জাদ রহিম পান্থ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সিআইজি ফোরামের সাদস্য সচিব মোঃ নাজমুল হুদা ও মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ প্রমূখ। এর আগে তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন শেষে ১৮টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে বেতাগা ইউনিয়ন উচ্ছ শিক্ষা সহায়তা ও সম্পসারণ প্রকল্পের ৩০জন শিক্ষাথীদের মাঝে ৪লক্ষ ৮হাজার টাকার বৃত্তির চেক প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৭জন ব্যাক্তিকে সম্মাননা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন, মৎস্য অফিসার মোঃ ইফতেখারুল আলম, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন কুমার শিকদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, প্রভাষক ড. রামেশাবর দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামীম জামান পলাশ, এ্যাডঃ হীটলার গোলদার, মোঃ শহিদুল ইসলাম, শিক্ষাবিদ দাশ শিশির কুমার সহ শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষার্থী অভিভাবক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বেতাগা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে নির্মিত চাতকপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্ভোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!