www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

প্রকাশন দীপন হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল

আদালত প্রতিবেদক : জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।

মঙ্গলবার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব নতুন এই তারিখ ধার্য করেছেন।

মামলাটিতে এর আগে তিনজন আসামি গ্রেপ্তার হয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। এরা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম।

এছাড়া মামলাটিতে বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়ের ছয় দিনের রিমান্ডে রয়েছেন। গত ২৯ জুলাই তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্ন মতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীমের নাম ছিল।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনায় প্রকাশক দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

error: Content is protected !!