www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

পিএসসি ও এবতেদায়ীর প্রথম দিনে অনুপস্থিত ৩৯০, দুইজনকে ভ্রাম্যমাণ আদালনের জরিমানা

নিজস্ব সংবাদদাতা :সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী শান্তিপূর্ণভাবেই পিএসসি ও এবতেদায়ী পরিক্ষায় প্রথম দিনে অংশ নিয়েছে। পরিক্ষার প্রথম দিনে ইংরেজী পরিক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন এবং ১২৬টি এবতেদায়ী মাদ্রাসার সর্বমোট ১১ হাজার ৮৩ জন পিএসসি ও এবতেদায়ী পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৯০ জন শিক্ষার্থী।
এদিকে পরিক্ষার হলের আশেপাশে সন্দেহজনক কর্মকান্ডের অভিযোগে নকলসহ আলকরা থেকে ২জনকে হাতে-নাতে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাবলিক পরিক্ষায় সমূহ অপরাধ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের ৬ হাজার করে জরিমানা আদায় করা হয়। তারা হলো; উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিন লাটিমী গ্রামের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম (২০) এবং একই ইউনিয়নের বান্দেরজলা গ্রামের কবির আহমেদের মেয়ে সাজেদা আক্তার (২০)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!