www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশীর্ষ সংবাদ

পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে প্রাণ গেল ২৩ জনের…মমতা

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত ২৩ জনের। এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) মালদায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলাকালে এ কথা বলেন তিনি।
মমতার ভাষায়, ‘ডেঙ্গুতে এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে। যেহেতু ভাইরাসের প্রকৃতি ক্রমশ পাল্টে যাচ্ছে। তাই ম্যালেরিয়ার বদলে গত কয়েক বছরে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটছে।’
তিনি আরও বলেন, ‘২০০১ সালে গোটা রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছিল ১৯১ জনের এবং ২০০৫ সালে সেই সংখ্যা দাঁড়ায় ১৭৫ জনে। গত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী এবার ডেঙ্গুর প্রাদুর্ভাবকে কোনোভাবেই হাল্কা করে দেখার উপায় নেই। আর তাই একজন ব্যক্তিও যাতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ না হারায়, সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।’
মুখ্যমন্ত্রী মমতা আরও বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি, এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তবে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবার কাছে আমার আবেদন, আপনার বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কীটনাশক ছড়ান এবং মশারি ব্যবহার করুন।’
যদিও গত সোমবার (১৮ নভেম্বর) রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, কলকাতার পার্ক সার্কাস এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে প্রাণ হারানোদের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন :- অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে নওয়াজ
তাছাড়া এই সময়ের মধ্যে প্রায় ৪০ হাজারের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলেও দাবি তাদের। যার মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়।

error: Content is protected !!