www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

পদ্মা ইসলামী লাইফের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১২ সালে কোম্পানিটি সর্বশেষ আট শতাংশ স্টক ডিভিডেন্ড দেয়। তারপর বিগত তিন বছর ধরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ নভেম্বর পদ্মা ইসলামী টাওয়ার, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ১৭) বীমা কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৮ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার ৮৩৭ টাকা।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৭৩ কোটি তিন লাখ ৩৯ হাজার ৮৬৯ টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৮ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ২৫৮ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৩ কোটি ১৬ লাখ ৬ হাজার ৪২৬ টাকা (নেগেটিভ)।

দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ ৩০ জুন ২০১৭ অনুযায়ী, পদ্মা ইসলামী লাইফের লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৩ কোটি ৩৭ লাখ তিন হাজার ৩১৭ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২৭৩ কোটি ৩ লাখ ৩৯ হাজার ৮৬৯ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৩৩ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৪৬৫ টাকা (নেগেটিভ)। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৩ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৫০৫ টাকা (নেগেটিভ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!