www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

নয় কোম্পানির আর্থিক প্রতিবেদন, দুই ফান্ডের লভাংশ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানির (জানুয়ারি-জুন ১৭) দ্বিতীয় প্রান্তিক এবং এক কোম্পানির (জুলাই ২০১৬-মার্চ ২০১৭) তৃতীয় পান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। এ ছাড়া লভ্যাংশ ঘোষণা করেছে দুটি কোম্পানি। সকালে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শুরুর আগেই এগুলো ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।যেসব প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদক প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো: সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, হাইডেলবার্গ সিমেন্ট, আরএকে সিরামিক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার ও পিপলস লিজিং।
অন্যদিকে যে দুইটি মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ প্রকাশ করা হয়েছে, সেগুলো হলো ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।ইপিএস প্রকাশসাউথইস্ট ব্যাংক: এই ব্যাংকটির জানুয়ারি-জুন পর্যন্ত ছয় মাসে শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। এ সময়ে এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ২৮ পয়সা, যা গত বছর ছিল ১ টাকা ৪১ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৪১ পয়সা।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১ টাকা ২৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা, গত বছর যা ছিল ১ টাকা ২৩ পয়সা। শেষ ৩ মাসে (এপ্রিল-জুন, ১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮১ পয়সা। এ সময়ে এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা, গত বছর যা ছিল ৮২ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ১৪ পয়সা।সিঙ্গার বাংলাদেশ: প্রকৌশল খাতের কোম্পানিটির আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ৪ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪৫ পয়সা। আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন, ১৭) ইপিএস হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৬৫ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ৬৩ পয়সা।ব্রিটিশ আমেরিকান টোব্যাকো: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটির ছয় মাসের ইপিএস ৫.৮৮ শতাংশ বেড়েছে। দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮.০২ টাকা। যা আগের বছর একই সময়ে যা ছিল ৬৪.২৪ টাকা। গত তিন মাসে (এপ্রিল-জুন’১৭) কোম্পানির ইপিএস হয়েছে ৩১.৪৬ টাকা। যা আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩.০৮ টাকা। সে হিসেবে গত তিন মাসে কোম্পানির ইপিএস কমেছে ১.৬২ টাকা বা ৪.৮৯ শতাংশ।হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানির আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১২ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৯ টাকা ২৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮১ টাকা ৬৭ পয়সা। আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ৬ টাকা ৪০ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ৯৯ পয়সা।আরএকে সিরামিক: আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিলো ১ টাকা ১৪ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৭৬ পয়সা। আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন ১৭) কোম্পানির ইপিএস হয়েছে ৮২ পয়সা। এর আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা।পাইওনিয়ার ইন্স্যুরেন্স: বিমা খাতের কোম্পানির আলোচ্য সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। যা গত বছর একই সময়ে ছিলো ১ টাকা ৬৩ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ২৪ পয়সা। আর শেষ ৩ মাসে (এপ্রিল-জুন ১৭) ইপিএস হয়েছে ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৬৯ পয়সা।পিপলস লিজিং: একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় প্রান্তিক ঘোষণা করেছে আর্থিক খাতের এই প্রতিষ্ঠানটি। ডিএসইর ওয়েবসাইটে দেয়া প্রতিবেদন অনুযায়ী লোকসান কাটিয়ে এবার লাভে ফিরেছে কোম্পানিটি। দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৩৬ পয়সা। কোম্পানিটির সমন্বিত সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ১৫ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ১১ টাকা ৭৫ পয়সা।একইভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে এটা ছিল ঋণাত্মক এক টাকা ছয় পয়সা। অর্থাৎ অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা ৪২ পয়সা। আর চলতি বছর লাভ হয়েছে ৩১ পয়সা।
লিগ্যাসি ফুটওয়ার: চামড়া খাতের এই কোম্পানিটির জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিক প্রকাশ হয়েছে। গত বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছয় পয়সা থাকলেও এবার শেয়ার প্রতি লোকসান হয়েছে চার পয়সা। ২০১৫ সালের জুলাই থেকে গত ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৬০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৭ টাকা ৫৫ পয়সা।
দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণাসাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড: ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ শেয়ার প্রতি এক টাকা ৩৫ পয়সা করে লাভ পাবেন বিনিয়োগকারীরা। লভ্যাংশের জন্য জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ আগস্ট।
সমাপ্ত অর্থবছরে এই ফান্ডে ইপিএস হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। ৩০ জুন তারিখে প্রতি ইউনিটের সম্পদ মূল্য দাঁড়ায় ১৫ টাকা ১৬ পয়সা।
ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড: ৩০ জুন সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এই ফান্ডের ট্রাস্টি। লভ্যাংশের জন্য জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ আগস্ট।গত অর্থবছরে বছরে এ ফান্ডে ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। ৩০ জুন তারিখে প্রতি ইউনিটের সম্পদ মূল্য দাঁড়ায় ১৬ টাকা ২৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!