www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

নতুন বিদ্যুৎ ইউনিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ)-এর উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের নতুন ইউনিটের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাকিবা বেগমের সাথে কথা বলেন। তারা প্রধানমন্ত্রীকে বর্তমান সরকারের আমলে বিদ্যুতের সুফলের কথা জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার জনগণের বিদ্যুতের চাহিদা পূরণে কাজ করছে। আমরা ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। বিদ্যুতের চাহিদা পূরণে বিদেশ থেকেও বিদ্যুৎ আনা হচ্ছে। বিদ্যুতের চাহিদা পূরণে আবশ্যই সক্ষম হব।
এসময় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল আলম, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান, জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!