www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

খেলাধুলাশীর্ষ সংবাদ

নতুন কোচ পেল রংপুর রেঞ্জার্স

ক্রীড়া ডেস্ক :বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান গ্রান্ট ফ্লাওয়ার।বিসিবি অভিজ্ঞ এ কোচকে রংপুর রেঞ্জার্সের দায়িত্বও দিয়েছিলেন। প্লেয়ার ড্রাফটে অংশ নিয়ে নিজের মতো করে দলও গুছিয়েছিলেন ফ্লাওয়ার। কিন্তু তার কাছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ব্যাটিং কোচের প্রস্তাব আসায় তা লুফে নেন। বিপিএল থেকে নিজেকে সরিয়ে নেন ফ্লাওয়ার।রংপুরের জন্য নতুন কোচ খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি বিসিবিকে। বিসিবি রংপুরের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড মার্ক ও’ডনেলকে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জার্সের টিম ডিরেক্টর আকরাম খান।‘গ্র্যান্ট ফ্লাওয়ার আমাদের প্রধান কোচ ছিলেন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছে। সেখানে সে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন। পরবর্তীতে আমরা মার্ক ও’ ডনেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে আমাদের কোচ হিসেবে যুক্ত হচ্ছেন।’মার্ক ও’ডনেলের সঙ্গে রংপুরে কাজ করবেন স্থানীয় কোচ মিজানুর রহমান বাবুল। প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ রফিক এ দলে থাকছেন বোলিং কোচ হিসেবে। এছাড়া জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখারনও কাজ করবেন রংপুরে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগে অকল্যান্ডকে দীর্ঘদিন কোচিং করিয়ে আসছেন ও’ডনেল। এছাড়া আবুধাবিতে টি-১০ ও টি-টোয়েন্টি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফ্রাঞ্চাইজি বাদ দিয়ে এবার আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। ১১ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। রংপুর রেঞ্জার্সের প্রথম ম্যাচ কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে।

error: Content is protected !!