www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকশিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতির বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল করেন।

মৌ্ন মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি বিজয় কুমার, অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন, সহকারী অধ্যাপক শাহজাদা আহসান হাবীব।

পরে দুপুর বারোটায় দুর্নীতির বিরুদ্ধে জাককানইবি পরিবার ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন ক্যাম্পাসে। হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতে বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবনে ঘণ্টাব্যাপী তালা লাগিয়ে প্রতিবাদ করে। এছাড়াও শিক্ষার্থীরা ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন। এই সময় উপস্থিত ছিলেন দুর্নীতির বিরুদ্ধে জাককানইবি পরিবারের মুখপাত্র রেজুয়ান আহমেদ শুভ্র, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আলফারুন্নাহার রুমা, রুহুল আমীন, সঞ্জয় কুমার প্রমুখ।

এই দিকে ত্রিশালের স্থানীয়রা জনগণরা বিশ্ববিদ্যালয়ে চলমান দুর্নীতির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। এই সময় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবত বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার এএমএম শামসুর রহমানের নিয়োগ বাণিজ্যসহ বিশ্ববিদ্যালয়ের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!