www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

নগর ভবন ঘেরাওয়ের হুমকি : যুবলীগ চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ মশার উপদ্রব বেড়ে যাওয়া এবং চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ থেকে রাজধানীবাসীকে রেহাইয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। নইলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশন কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন- যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধুরী আরও বলেন, স্বাধীনতার পরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ এখন সবচেয়ে স্বর্ণ সময় অতিবাহিত করছে। জনগণের ক্ষমতায়নই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি।
সম্প্রতি চিকুনগুনিয়া জ্বরের প্রকোপ বৃদ্ধির প্রসঙ্গ তুলে যুবলীগ চেয়ারম্যান বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় সম্প্রতি চিকুনগুনিয়া রোগের বিস্তার বৃদ্ধি পেয়েছে। জীবাণুবাহী মশার মাধ্যমে এ রোগের বিস্তার ঘটছে। সঠিকভাবে মশা নিধন করতে না পারায় এ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। মশা দমনের এ ব্যর্থতার দায়ভার ঢাকার দুই মেয়র এড়িয়ে যেতে পারেন না।
চিকুনগুনিয়া রোগ ঠেকাতে ঢাকার দুই মেয়র কেন ব্যবস্থা নিচ্ছেন না ব্যাপারে প্রশ্ন তুলে ওমর ফারুক চৌধুরী বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে যুবলীগ সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি পালনে বাধ্য হবে।
যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, বাঙালি ধর্মপ্রাণ জাতি। কিন্তু রাজনীতির সঙ্গে ধর্মকে মিশিয়ে ফেলা ঠিক না। ইফতার মাহফিলের নামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র রমজানে নোংরা রাজনীতি করছেন।
অনুষ্ঠানের শুরুতে দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা সংগঠনের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছাস্বরূপ স্যালুট দিয়ে ও হাত তুলে উল্লাস প্রকাশ করেন। দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা ইসমাইল চৌধুরী সম্রাটের দেয়া নতুন পাঞ্জাবি পরে এ অনুষ্ঠানে অংশ নেন।
ঈদ উপলক্ষে নগর দক্ষিণ যুবলীগের থানা-ওয়ার্ডসহ সর্বস্তরের নেতাকর্মীদের তাদের পছন্দ অনুযায়ী এসব পাঞ্জাবি উপহার দেয়া হয়। শুক্রবার আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দক্ষিণ যুবলীগের নেতাকর্মীদের আনন্দ যেন আরও জমে ওঠে।
তৃণমূলের একাধিক নেতাকর্মী শীর্ষ নেতার কাছ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় অনেক কিছুই পেয়েছি। তবে ঈদ উপলক্ষে শীর্ষনেতার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে উপহার পাওয়ার নজির এবারই প্রথম। এমনিতে একটা পাঞ্জাবি হয়তো বিরাট মূল্যবান কিছু নয়, কিন্তু নেতার দেয়া পাঞ্জাবি তো অমূল্য।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন- কাজী আনিসুর রহমান, মাঈন উদ্দিন রানা, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, নাজমুল হাসান টুটুল, মোরসালিন আহম্মেদ, খোরশেদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!