www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

দেশে এখন রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, দেশে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংস্কৃতির সুফল ২০১৭-১৮ অর্থ বছরে পাওয়া যাবে। জনগণের সহযোগিতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যত বড়ই হোক না কেন- বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সূচিত হযেছে। বেনাপোল স্থলবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। সেজন্য সপ্তাহে সাত দিনই বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে।তিনি বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণবিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।সভায় বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন- নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মধাব রায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আমদানি) লুৎফর রহমান, রাজস্ব বোর্ডের সিআই সেলের মহাপরিচালক বেল্লাল হোসেন, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন চৌধুরী, কাস্টমস কমিশনার শওকাত হোসেন, ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, ট্রাক মালিক সমিতির সভাপতি শামসুর রহমান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক বকুল মাহবুব, বন্দর থানার ওসি শামীম আহমেদ ও ওসি ইমিগ্রেশন নুরুননাহার সোনিয়া।সভা শেষে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বন্দর সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বন্দর ও চেকপোস্ট পরিদর্শন করেন এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভারতীয় কাস্টমসের ডেপুটি কমিশনার রাহুল মাহাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!