www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

দামুড়হুদায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা- ২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মশিউর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এস এম জাকারিয়া আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, নাটুদা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য সাবেক উপজেলা যুবলীগের আহবায়ক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকুসহ অন্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।
মেলার স্টলগুলোতে দেশী বিদেশী ফলজ, ঔষধি ও বনজসহ বিভিন্ন প্রকার বৃক্ষের স্থান পেয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার কাইজার আলী পল্টু।

error: Content is protected !!