www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

তালায় রিপার যন্ত্র দ্বারা ফসল কর্তনের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

তালা(সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় রিপার নামক ফসল কাটা যন্ত্র থেকে সুফল পেতে শুরু করেছেন তালা উপজেলার অঞ্চলের কৃষকরা। এক সময় গম ও ধান কাটা মাড়াইয়ের জন্য কাস্তেই ছিল প্রধান অস্ত্র। এখন বদলে গেছে সে দৃশ্যপট। মাঠে মাঠে এখন পৌঁছে গেছে গম ও ধান কাটার যন্ত্র রিপার। কৃষকদের কাছেও ধান ,গম সহ ফসল কাটিং মেশিন (রিপার) জনপ্রিয় হয়ে উঠেছে এই সব কথা বলছিলেন ফসল কর্তন যন্ত্র রিপার দ্বারা গম কাটার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার সামছুর আলম। অনুষ্ঠানটি তালার কুমিরা বাজার মোড় নামক স্থানে ইউএসএআউডির অর্থায়নে,সিমিট বাংলাদেশ ও যশোর হাব তত্তাবধানে জাগরণী চক্রের ফাউন্ডেশনের বাস্তবায়নে আর্দশ কৃষক মো:এনায়েত আলীর সভাপত্বিতে জাগরণী চক্র ফান্ডেশনের নাছির উদ্দীন গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে জেলা ম্যাকানিক(কৃষি যন্ত্রপাতি) অফিসার মো:রফিকুল ইসলাম খাঁ, উপ সহকারী কৃষি অফিসার শাহিনুর ইসলাম ,সংবাদকর্মী এসএম হাসানআলী বাচ্চু,কৃষক রায়হান,কবির,নাছরিন ,তাছলিমা সহ এলাকার কৃষক,কৃষাণী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে রিপার দ্বারা ফসল কর্তন প্রদর্শন ও পরামর্শ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!