www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

তথ্যমন্ত্রী সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক : সম্প্রচার খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি মানা হচ্ছে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেসরকারি টেলিভিশনে ডাবিং করা আনুষ্ঠান, সিনেমা প্রচারে সরকারের অনুমতি প্রয়োজন। অথচ তা মানছে না টিভি চ্যানেলগুলো। মানছে না বিদেশি শিল্পীদের এদেশে কাজ করার অনুমতি নেয়ার বিষয়টিও। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের গণমাধ্যমের স্বার্থে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সম্প্রচারের ক্ষেত্রে যে বিশৃঙ্খলা ছিল সেখানে অনেকটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদেশি চ্যানেলের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, সেটি পুরোপুরি বন্ধ না হলেও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ক্যাবল অপারেটররা নিজস্ব চ্যানেলের মতো করে যে বিজ্ঞাপন প্রচার করত সেটি বন্ধ হয়েছে।’ হাসান মাহমুদ বলেন, ‘এসব বিষয়ে আলোচনা, কী অগ্রগতি হয়েছে সেটি, আরও কী করা প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনার জন্য সভায় বসেছি। একই সঙ্গে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বছরেরও বেশি সময় আগে উৎক্ষেপণ হয়েছে; ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা গ্রহণের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে। এখন শুধুমাত্র বিটিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার হচ্ছে।’
সভায় তথ্য সচিব মো. আবদুল মালেক, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, কাজী মিডিয়া লিমিটেডের (দীপ্ত টিভি) পরিচালক কাজী জাহিন এস হাসান উপস্থিত ছিলেন।

error: Content is protected !!