www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

ঝালকাঠিতে পুলিশবাহী বাস দুর্ঘটনায় আহত ২০

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পুলিশ সদস্য বহনকারী বাস দুর্ঘটনায় নারী পুলিশসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নৈকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, বরিশাল মেট্টোপলিটন পুলিশ সদস্যরা খুলনা থেকে ফায়ারিং শেষ করে বরিশালে ফেরার পথে উপজেলার নৈকাঠি নামক জায়গায় পৌঁছালে বাসের সামনের চাকা খুলে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে গাড়ি দুমরে মুছরে যায়। আর এতে প্রায় ২০ জন পুলিশ সদস্য আহত হয়।
আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করা হয়। আহতরা বর্তমানে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন এএসআই হাফিজ, কনেষ্টবল মাহফুজ, লিমা, সুরাইয়া, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, সনিয়া, তামান্না, শামীমা, তন্নিসহ প্রমূখ।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের রাসেল জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার করা হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আহতদেরকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি হেডকোয়াটার হাবিবুর রহমান।

এসময় সাথে ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার জোবায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, এম এম মাহামুদ হাসান, রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল মোজাম্মেল হোসেন রেজা, রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।

error: Content is protected !!