www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

জার্মানিতে তৃতীয় লিঙ্গের আইনি স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে দাপ্তরিক নথিতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা নিজেদের নাম নিবদ্ধিত করার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলেন। বুধবার জার্মানির মন্ত্রিসভা এই প্রস্তাব অনুমোদন দিয়েছে৷ এখন সংসদে পাশ হলেই সিদ্ধান্ত কার্যকর হবে৷

এর আগে জার্মানির সর্বোচ্চ আদালত এ সংক্রান্ত এক আদেশ দেয়৷ গত নভেম্বরে জার্মানির ফেডারেল সাংবিধানিক আদালত রায় দেয় যে, কেউ যদি নিজেকে পুরুষ বা নারী হিসেবে নিবন্ধিত করতে না চান, তাদের জন্য তৃতীয় কোনো পরিচিতিতে নিবন্ধিত করার সুযোগ তৈরি করতে হবে অথবা নথি থেকে লিঙ্গ নিবন্ধনের বিষয়টিকেই বাদ দিতে হবে৷ খবর ডয়চে ভেলের।

এক নারী তার জন্ম সনদে নারী থেকে ‘ভিন্ন বা মধ্যলিঙ্গ’ হিসেবে নিবন্ধিত করার চেষ্টা করে ব্যর্থ হবার পর আদালতের শরণাপন্ন হন। সেই নারীর যুক্তি ছিল যে, একজন পুরুষের এক্স ও ওয়াই এবং একজন নারীর দু’টিই এক্স ক্রোমোজোম থাকে৷ অথচ তার জেনেটিক বিশ্লেষণে একটিই এক্স ক্রোমোজোম পাওয়া গেছে৷ এই মামলার সমাধান করতে গিয়েই উপরোক্ত রায় দেয় আদালত৷

রায়ের পরই মন্ত্রিসভা প্রস্তাবটি অনুমোদন করল৷ এর আগে যে কেউ চাইলে লিঙ্গের ঘর খালি রাখার সুযোগ পেতেন৷

জার্মানির সরকারের পরিবার বিষয়ক মন্ত্রী ফ্রান্সিসকা গিফে বলেন, ‘যেসব নাগরিক তাদের পুরুষ বা নারী হিসেবে পরিচয় দিতে চান না, তাদের আইনি স্বীকৃতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷’

গত জুনে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতও পুরুষ বা নারীর পাশাপাশি অন্য লিঙ্গ পরিচয়ে নাগরিকদের নিবন্ধিত করার সুযোগ দেয়ার আদেশ দেয়৷

error: Content is protected !!