www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

জামালগঞ্জে আন্দোলনের প্রথম সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘আমাদের ফসল আমরাই রক্ষা করবো’ স্লোগানকে সামনে রেখে হাওর বাঁচাও, জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের কার্যকরী কমিটির প্রথম সভা কৃষকদের নিয়ে সোমবার দুপুরে জামালগঞ্জ সদরের ই-কর্মাস ট্রেনিং সেন্টারের হল রুমে সংগঠনের আহবায়ক গুল আহমেদ সভাপতিত্বে সভা অনুষ্টিত হয়েছে।

আন্দোলনের সদস্য সচিব আকবর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক তালুকদার,প্রেস ক্লাব সভাপতি ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, জাহাঙ্গীর আলম(বেহেলী), আখতারুজ্জামান তালুকদার(ভীমখালী) গোলাম হাসান আফিন্দী তাপস(সাচনা বাজার), মো: জামাল মিয়া(জামালগঞ্জ উত্তর)। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুব্রত পুরকায়স্থ, দিল আহমেদ, নুরুল আমিন, মোছাব্বির মিয়া, আ: মোছাব্বির, হামিদুল ইসলাম,ফয়জুল হক,অনিমেষ দাস, তাহমিন মাহবুব, আসহাব উদ্দিন লালন, আ: মজিদ, সানোয়ার হোসেন, বকুল মিয়া, বাচ্চু মিয়া, জয়নাল আবেদীন, জালাল উদ্দিন, আ: মান্নান,আ: সাত্তার। সভায় উপজেলার প্রত্যেক ইউনিয়নের ইউনিয়ন কমিটি দ্রুত গঠন করে হাওর রক্ষা বাঁধের তদারকি করার সিদ্ধান্ত হয়।

মতবিনিময় সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম আল ইমরানের সাথে সাক্ষাত করে, বোরো ও মৌসুমী ফসলের চাষাবাদের জন্য দ্রুত যেন কৃষকরা সার বীজ এবং প্রান্তিক চাষীরা সরকারী অনুদানের কৃষি উপকরণ সঠিক সময়ে পায় সেইদিকে খেয়াল রাখার অনুরোধ জানান। বিগত হাওরের দূর্নীতিগ্রস্থ বাঁধের ঠিকাদার,ইজারাদার,পিআইসিদের শাস্তির দাবী জানিয়েছেন হাওর বাঁচাও, জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!