www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকদেশজুড়ে

চৌদ্দগ্রামে ১১টি গোখরা সাপ উদ্ধার, স্থানীয়দের মধ্যে আতংক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বেডিং দোকান থেকে ১১টি ভয়ংকর গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গত ১৫ নভেম্বর বুধবার সকাল ৭ ঘটিকায় আলকরা বাজারের সততা বেডিং হাউজ নামক লেপ-তোষকের দোকান ঘরের ফ্লোরের ভিতরের গর্ত থেকে সাপগুলো উদ্ধার করা হয়। গর্তের গভীরতা থাকায় বাকী সাপগুলো উদ্ধার করা সম্ভব হয় নাই। এসময় স্থানীয়রা ভয়ে গর্তটির মুখ বন্ধ করে দেয়।
দোকানের মালিক জামাল উদ্দিন ও প্রত্যক্ষদর্শী আব্দুল মতিন জানান, বুধবার সকালে লেপ-তোষকের দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ২টি গোখরা সাপকে দোকানের সিঁড়ির বাইরের অংশে দেখা যায়। এ সময় স্থানীয় আরও বেশ কয়েকজনকে সাথে নিয়ে গর্তটি খুড়ে ১১টি সাপ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষনিক সাপগুলো মেরে ফেলা হয়। তারা আরও জানান, বাকী সাপগুলো উদ্ধার না হওয়ায় বর্তমানে সন্ধার পরপরই দোকানটি বন্ধ হয়ে যায়। এছাড়া বাজারের একটি দোকানে গোখরা সাপ উদ্ধার হওয়ায় বাকী ব্যবসায়ীরাও আতংকে দিনানিপাত করছে বলে জানায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!