www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

চৌদ্দগ্রামে বয়স্ক বিধবা নারীর ঘর নির্মাণের জন্য কোবা’র অনুদান প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে অজিফা বেগম নামের এক বয়স্ক বিধবা নারীর ঘর নির্মাণের জন্য নগদ ৪০,০০০ টাকার অনুদান দিয়েছে বাংলাদেশের সামাজিক সংগঠন “চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশ (কোবা)”। অনুদানপ্রাপ্ত অজিফা খাতুন উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী। গত মঙ্গলবার (২১ নভেম্বর) অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঘর নির্মাণের জন্য নগদ ৪০,০০০ টাকা তুলে দেয়া হয় অজিফার হাতে। অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইএলএল ডিপার্টমেন্ট-এর শিক্ষার্থী, চ্যারিটি অর্গানাইজেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার হোসেন লিমন, সংগঠনের সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য হোসাইন মোহাম্মদ কাউছার, আব্দুল কাইয়ুম মানিক, সদস্য সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মিয়াজীসহ প্রমুখ। ঘর নির্মাণের জন্য অনুদান পেয়ে অজিফা বলেন “তিন ছেলে মেয়ে নিয়ে আমি খুব কষ্টে আছি আজ অনেকদিন। আপনাদের অনুদানে আমার নতুন ঘর হবে তাই আমি খুব খুশি। কোবা’র জন্য আল্লাহর কাছে দোয়া করি। উল্লেখ্য, সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সামাজিক কার্যক্রম পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!