www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

রাজনীতি

চৌদ্দগ্রামে কৃষকদলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (০৭ই অক্টোবর) সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ হাসান শ্াহরিয়ার খাঁ। উপজেলা কৃষকদল নেতা এ্যাডভোকেট সৈয়দ সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সদস্য অহিদ উল্লাহ ভূঁইয়া, খন্দকার মীর হোসেন মীরু, নুর হোসেন বলাই, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলাল আহমেদ মিয়াজী, উপজেলা যুবদলের সেক্রেটারী নাজমুল হক, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারী বদিউল আলম নোমান, পৌর ছাত্রদল সভাপতি কাজী জোবায়েরুল হক, উপজেলা শ্রমিকদলের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রানা সুজন, পৌর কৃষকদল সভাপতি খালেক শিকদার লিটন, সাধারন সম্পাদক এয়াছিন কবির, পৌর যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলু, পৌর বিএনপি’র প্রভাবশালী নেতা সাংবাদিক আব্দুল মান্নান, কৃষকদল নেতা আলেক হোসেন, আব্দুল লতিফ, ইলিয়াছ উদ্দিন লিটন, নবিউল হক নবী, মাওলানা ইফতেখার প্রমুখ। সভাপতির বক্তব্যে হাসান শাহরিয়ার খাঁ বলেন, “জীবন আজ বিপন্ন, জানি মৃত্যু অনিবার্য, তবুও জিয়াই আমার আদর্শ, জিয়াই স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সফল প্রথম রাষ্ট্রপ্রধান। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমেই বাংলাদেশী জাতির মুক্তি, প্রকৃত স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান। তাই ৭ই নভেম্বরের চেতনাকে বুকে ধারন করেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার রক্ষার সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!