www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

চুয়াডাঙ্গা বিজিবির অভিযান : ২৯ লক্ষ ৯৪ হাজার টাকার মালামাল আটক

চুয়াডাঙ্গা-৬ বিজিবি জেলায় পৃথক পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে শাড়ী, থ্রী-পিচ, ইমিটেশনের মালা, ফেন্সিডিল, বিট লবন ট্যাবলেট, মাইক্রোবাস এবং আলমসাধু আটক করেছে। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৯ লক্ষ ৯৪ হাজার টাকা। মঙ্গলবার দিনগত গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
চুয়াডাঙ্গা-বিজিবির অধিনায়ক রাশিদুল আলম জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার শেনেরহুদা গ্রামের পাকা রাস্তার উপর থেকে ১১৬ টি ভারতীয় উন্নত মানের শাড়ী, ৩২ টি থ্রী-পিচ, ৭০০ টি ইমিটেশনের মালাসহ মাইক্রোবাস আটক করে।
এর আগে রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার নাস্তিপুর গ্রামের কালার মাঠ নামক স্থান থেকে ৩১০ বোতল ফেন্সিডিল আটক করে।
একই রাত ১টার দিকে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের পিরতলা মাঠ নামক স্থান থেকে ৬০০০ টি Paractin Tablet আটক করে।
রাত ৩টার দিকে উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার কমরপুর গ্রামের কমরপুর কার্পাসডাংগা নামক স্থান হতে ৮০০ কেজি বিট লবন ও একটি আলমসাধু আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য
উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!