www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

চার হাজার কর্মী ছাটাই করছে মাইক্রোসফট

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক :বিপুল সংখ্যক কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট ইনকরপোরেশন। যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মাক্রোসফট কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। একজন, দু’জন নয়, প্রায় ৪ হাজার কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে বিশ্বের বৃহত্তম এই টেক জায়ান্ট।
সেলস ও মার্কেটিংকে নতুন করে ঢেলে সাজাতে এই উদ্যোগ নিতে চলেছে মাইক্রোসফট। সংস্থার তরফে এক ই-মেল বিবৃতিতে জানানো হয়েছে, গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে মাইক্রোসফট।
বিল গেটসের হাত ধরে ৪২ বছর আগে তৈরি হয়েছিল মাইক্রোসফট। বর্তমানে বিশ্বজুড়ে ১২ লাখ ও শুধুমাত্র আমেরিকায় ৭১ লাখ কর্মী রয়েছে মাইক্রোসফটে। যাদের মধ্যে ৫০ হাজারের বেশি কর্মী তাদের মার্কেটিং ও সেলসে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!