www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorizedজাতীয়

গুলশান হামলা : নিহতদের স্মরণ জাপান দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশে অবস্থানরত জাপান দূতাবাস।
শনিবার সকাল ৭টা ২১ মিনিটে বাংলাদেশে অবস্থানরত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।
২০১৬ সালের এ দিনে হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া এক সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশীসহ ২০ জন জিম্মিকে হত্যা করে জঙ্গিরা। তাদের মধ্যে জাপানের সাতজন ছিলেন।
ঘটনার এক বছর পূর্তিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রেস্তোরাঁটি ৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া সকাল ১০টায় ঢাকা মহানগর পুলিশ ও বেলা ১১টায় ইতালির দূতাবাস থেকে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানানো হবে।
গুলশান ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এমনকি হলি আর্টিজান বেকারির প্রবেশমুখগুলো পুলিশ বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!