www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

রাজনীতিশীর্ষ সংবাদ

গণসংযোগে হামলার অভিযোগ তাপসের

জ্যেষ্ঠ প্রতিবেদক :ঢাকায় ‘সম্প্রতির রাজনীতি’র সূচনা করতে চাওয়ার কয়েক ঘণ্টার পর প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা তার গণসংযোগে ‘হামলা করেছে’ বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ ফজলে নুর তাপস। রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করার পূর্বে গণমাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।গতকাল শনিবার দ্বিতীয় দিনে রাজধানীর আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণার চালানোর সময়ে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় লিফলেট বিতরণ করতে গিয়ে শেখ ফজলে নুর তাপস বলেন, ‘এখন থেকে সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রতির রাজনীতির সূচনা করতে চান তিনি। দুপুরে তাপসের নির্বাচনী প্রচারণার পর বিকেলের দিকে এক কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটে।’ওই প্রসঙ্গ তুলে শেখ ফজলে নুর তাপস বলেন, ‘আরকে মিশন রোডে নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইশরাক হোসেনের বাসায়ও আমি গিয়েছি। সেখানে সকলের সঙ্গে স্বাক্ষাৎ করেছি। ভোট প্রার্থনা করেছি।’“কিন্তু দু:খের সঙ্গে বলতে হয়, আমরা সেখান থেকে চলে আসার পরই সন্ধ্যার দিকে তারা অতর্কিতভাবে আমাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ গণসংযোগে যারা ছিলো তাদের ওপর আক্রমণ করেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক।”তিনি বলেন, ‘আমরা চাই সম্প্রীতির রাজনীতি, পরিবর্তনের রাজনীতি। আমরা এই রাজনীতির সূচনা করতে চাই। আমরা আশা করবো সকলে আমার সাথে সেই সূচনায় অংশগ্রহণ করবে এবং আমরা একটা সুন্দর, সম্প্রীতির রাজনীতি ঢাকাবাসীকে উপহার দেব।’তাবলীগ জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দোয়া প্রার্থনা করার পর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন জানিয়ে শেখ তাপস বলেন, ‘আমরা জনগণের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।’

error: Content is protected !!