www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

খুলনায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক : খুলনায় জাতীয় পরিচয়পত্র- এনআইডির উন্নত প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ার্ড পর্যায়ে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করা হয়।প্রধান অতিথি থেকে ২১নং ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।খুলনা সদর থানা নির্বাচন অফিসার এবিএম শামীম মাহমুদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মিয়া শামসুজ্জামান স্বপন।খুলনা সদর থানা নির্বাচন অফিসার বলেন, বৃহস্পতিবার থেকে ২৭ জুলাই পর্যন্ত এ ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড বিতরণ করা হবে। সাত দিনে প্রায় ১৬ হাজার মানুষের মাঝে কার্ড দেয়া হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ২১নং ওয়ার্ডের ওয়েস্ট মেকট রোড, কেডি ঘোষ রোড, ক্লে রোড, কোর্ট রোড ও জোড়াগেট (আপার যশোর রোড) এলাকার বাসিন্দারা স্মার্ট কার্ড সংগ্রহ করছেন। ২৭ জুলাই পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওয়ার্ডের বাসিন্দারা স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবে। এ কার্যক্রমের আওতায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সদর থানা এলাকার বাসিন্দাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিন ভারী বর্ষণের মধ্যেও কার্ড নিতে আসা মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা শ্রাবণের বৃষ্টিতে ভিজে এসে লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করেন। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।১৮ জুলাই উদ্বোধন হলেও ২০ জুলাই থেকে প্রাথমিকভাবে মহানগরীর ৩১টি ওয়ার্ডের ভোটারদেরকে হাতে পর্যায়ক্রমে তুলে দেয়া হবে স্মার্ট কার্ড। চলবে ২০১৮ সালের ২৬ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!