www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকজাতীয়

খাদ্যে ভেজালকারীরা খুনিদের চেয়েও ভয়ানক: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : খাদ্যে যারা ভেজাল দেয় তারা খুনিদের চেয়েও ভয়ানক বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন প্রতিপালনের পাশাপাশি ১৮টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।’

বুধবার দুপুরে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিটিং শেষে ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন।

২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’পাস হয়। এই আইনে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

গেল মাসে জাতীয় খাদ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালবিরোধী অভিযান চলছে জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

আসন্ন রমজান বা এর আগে খাদ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী। তবে সাংবাদিকরা এখনই পণ্যমূল্য বেড়ে গেছে জানিয়ে প্রশ্ন করলে মন্ত্রী কোনও উত্তর দেননি।

এসময় খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম বলেন, ‘খাদ্য ভেজালকারীরা ফেনীতে আগুনে মানুষ পুড়িয়ে হত্যাচেষ্টাকারী এমনকি আগুন নিয়ে রাজনীতির নামে যারা মানুষ মারে তাদের থেকেও ভয়ঙ্কর।’

error: Content is protected !!