www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিক

কুমিল্লার লালমাইয়ে বিভিন্ন আয়োজনের মধ্যে জাতীয় শোক দিবস পালিত

মো:রুবেল হোসেন খান: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা লালমাই উপজেলা পালিত হয়েছে ৪৪তম জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করে লালমাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন।উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে শোক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।পদ যাত্রার নেতৃত্ব দেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম,উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম তালুকদার, ভূশ্চি ফাঁড়ি থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেন, শিক্ষা অফিসার রতন কুমার সাহা। অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন হয়। অন্যদিকে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া এর আয়োজন করা হয়। সকাল ১০টায় হাজতখোলা উচ্চ বিদ্যালয় বিশাল একটি পদযাত্রা আয়োজন করা হয়। তাতে বেতাগাঁও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা,হলদিয়া আলিম মাদ্রাসা,হাজতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে। তারপর বিভিন্ন গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সহ সভাপতি জয়নাল আবেদীন,সহ সভাপতি আমির হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক বাহার, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসেন খান সহ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!