www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

কিশোর আদনান হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছাল

আদালত প্রতিবেদক : রাজধানীর উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র কিশোর আদনান (১৪) হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াছির আহসান চৌধুরী এই তারিখ ঠিক করেন।

মামলাটিতে এ পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর বিবেচনায় চারজন হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

মামলাটিতে গ্রেপ্তার আসামিরা হলেন, মো. নুরে আলম, মো. করিম মিয়া, শাহরিয়ার বিন সাত্তার ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিস্কো সেতু, মো. আক্তারুজ্জামান ছোট, মো. জাহিদুল ইসলাম জুইস, মো. শাহিনুর রহমান, মো. সেলিম খান, মো. ইব্রাহিম হোসেন ওরফে খান, মো. মিজানুর রহমান, মো. রনি মৃধা, সোহাগ, রাজিন মোহাম্মাদ হৃদয়, সাকিল সরকার, ফখরুল ইসলাম শ্রাবন, বাহাউদ্দিন ইসলাম শাওন, সাফাক জাকির, নাফিজ মো. আলমগীর ওরফে ডন, স্বপন মন্ডল ওরফে আব্দুললাহ ওরফে পটলা বাবু, মো. আল আমিন ওরফে তুষার ওরফে পাংখা, খন্দকার মেহরাব হোসেন, হাসিবুল হক শিশির ও সাফিন হোসেইন। আসামিদের মধ্যে শেষের চার জন জামিন পেয়েছেন।

এছাড়া আসামিদের মধ্যে রাজিন, শাকিল, ফখরুল, সোহাগ, রনি, মেহরাব, হাবিসুল, আক্তারুজ্জামান, জুইস, নুরে আলম ও করিম মিয়াসহ ১৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উওরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাইনস্টার গ্রুপ ও ডিসকো বয়েজ গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৩ জানুয়ারি উত্তরা ১৩ নং সেক্টরের ব্রিজের ওপর ডিসকো বয়েজ ও বিগবস গ্রুপের সদস্যরা নাইনস্টার গ্রুপের দলনেতা রাজুকে মারধর করে। প্রতিউত্তরে গত ৫ জানুয়ারি আজমপুর ফুটওভার ব্রিজের গোড়ায় নাইনস্টার গ্রুপের সদস্যরা বিগবস গ্রুপের ছোটনকে আক্রমণ করে। এরপর থেকেই রাজুকে হত্যার পরিকল্পনা করে ডিসকো গ্যাং ও বিগবস গ্রুপের সদস্যরা। এরই ধারাবাহিকতায় চলতি বছর ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!