www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

কলম্বিয়ায় ফার্কের সাবেক মধ্যস্থতাকারী গ্রেফতার

বোগোটা, ১০ এপ্রিল, ২০১৮( ডেস্ক) : কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস সোমবার বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী ফার্কের সাবেক এক আলোচককে গ্রেফতার করেছে।
সাবেক এ বিদ্রোহী গ্রুপটি দেশের একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। মাদক পাচারের অভিযোগ থাকায় বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে ওই আলোচলকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হতে পারে। খবর এএফপি’র।
সরকারি এক বার্তায় সান্টোস বলেন, মাদক পাচারের অভিযোগে জেসাস সান্ট্রিচ নামের এ সন্দেহভাজনকে সোমবার গ্রেফতার করা হয়।
সান্টোস বলেন, ‘শান্তি চুক্তি স্বাক্ষরের পর তার মাদক পাচারের অকাট্য প্রমাণ পাওয়া গেলে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার ক্ষেত্রে আমার আর কোন কর্তৃত্ব থাকবে না।’
উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে বিদ্রোহী গ্রুপ ফার্ক ও সরকারের মধ্যে এ যুগান্তকারী শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। আর এর মধ্যদিয়ে দেশটির ৫০ বছরের সংঘাতের অবসান ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!