www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

এক ফোনে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : হনর সিরিজে ৬ জিবি র‌্যামের একটি ফোন এনেছে হুয়াওয়ে। মডেল হনর ১০। সম্প্রতি চীনের বাজারে ফোনটি অবমুক্ত করা হয়েছে। এই ফোনটিতে আইফোনের মত নচ ডিসপ্লে ডিজাইন ব্যবহার করা হয়েছে। এতে দুইটি রিয়ার ক্যামেরা সংযোজন করা হয়েছে।

প্রিমিয়াম মিড রেঞ্চের এই ফোনটিতে হনর ব্র্যান্ডের প্রথম নচ যুক্ত ডিভাইস।

হনর ১০ দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটিতে থাকছে ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। অন্য ভার্সনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রমে। উভয় ভার্সনের মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

চীনের বাজারে ৬/৬৪ ভার্সন বিক্রি হচ্ছে ২৫৯৯ ইয়েনে। ৬/১২৮ ভার্সনের মূল্য ২৯৯৯ ইয়েন।

দুইটি ভিন্ন ভিন্ন রঙে ২৭ এপ্রিল থেকে ফোনটি ক্রেতারা কিনতে পারবেন।

ফোনটিতে রয়েছে ৫.৮৪ ইঞ্চির এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x ২২৮০ পিক্সেল।

ছবির জন্য এতে রয়েছে ২৪ এবং ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের। সব মিলিয়ে ফোনটিতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

হনর টেন ফোনটিতে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর ৯৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!