www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

আন্তর্জাতিকরাজনীতি

ইসি সংলাপে কোনো প্রস্তাব দেয়নি মঞ্জুর জেপি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে জাতীয় পার্টি (জেপি) সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। পরিবেশ ও বনমন্ত্রী মঞ্জু বলেছেন, তারা কোনো প্রস্তাব দিতেও যাননি। কেবল মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে জেপির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচনের জন্য কী আলোচনা হয়েছে জানতে চাইলে জেপি চেয়ারম্যান বলেন, ‘অনেক অনেক মতবিনিময় করেছি। নির্বাচন কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, কতগুলো রাজনৈতিক দল আছে তাদের সবাই সুষ্ঠু নির্বাচন চান। তবে কীভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে সেই সম্পর্কে এদিক-সেদিক আছে। আমরা আশা প্রকাশ করে এসেছি এই আলাপ-আলোচনার মাধ্যমে এগুলো সুরাহা হবে।’

ইসির সংলাপে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দাবি সুরাহার জন্য জাতীয় সংসলাপ দরকার হবে কি না- এমন প্রশ্নের মঞ্জু বলেন, ‘আমরাও তো জাতীয়, আমরা কি বিজাতি?’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে মঞ্জু বলেন, ‘কে নির্বাচনে এল আর কে এল না, সেই বিবেচনায় আমরা নির্বাচনের পক্ষে। দেশে ভালো নির্বাচন হোক।’

তার দল নির্বাচনে সেনা মোতায়েনে বিরোধী কি না জানতে চাইলে মঞ্জু বলেন, ‘দেখেন জাতীয় পার্টি সেনা নিয়োগের বিরোধীই বা হবে কেন, পক্ষেই বা হবে কেন? সেও বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ। সেনা বলে কোনো ভিন্ন জাতি বা গোষ্ঠী নেই।’

এ পর্যায়ে দলের মহাসচিব শেখ শহিদুল ইসলাম বলেন, জেপি একটি অর্থবহ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। সেই নির্বাচনে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে তাই চাই। তবে রাজনৈতিক দলের একটি বা দুটি অংশ না নিলে এই নির্বাচন অর্থবহ হবে না, তা নয়।’

শেখ শহিদুল বলেন, ‘আমরা বলেছি প্রয়োজন হলে সেনা মোতায়েন করতে পারে ইসি। এই সিদ্ধান্ত ইসি গ্রহণ করবে। সহায়ক সরকার বা অন্যান্য বিষয়গুলো নিয়ে যে কথাবার্তা হয় সেই বিষয়গুলো নিয়ে ইসির কোনো কিছু করার নেই। তাই এগুলো নিয়ে ইসিতে কথা বলিনি।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেপির পক্ষ ১৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপের ধারবাহিকতায় এই বৈঠক হয়। ২৪ আগস্ট সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া সংলাপে এ পর্যন্ত ৩৯টি দলের সঙ্গে বৈঠক করল ইসি।

জেপির সঙ্গে বৈঠক শেষে আজ বিকালে তিনটায় এলডিপির সঙ্গে সংলাপ শুরু হয় ইসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!