www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

Uncategorized

আপন দু’বোনকে ৫দিন আটকে রেখে বেধড়ক পিটিয়ে দু’হাত ভেঙ্গে দিলো চারভাই

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদরের ডাকবাংলার বাদপুকুরিয়া গ্রামে আপন দু’বোনকে ৫দিন ঘরে আটকে রেখে বেধড়ক পিটিয়ে দু’হাত ভেঙ্গে দিয়ে গুরুতর জখম করেছে চারভাই, মর্মে অভিযোগ পাওয়া গেছে! নিজেদের ফারায়জের জমি বুঝে নিতে গিয়ে দু’বোনকে ৫দিন আটকে রেখে বেধড়ক পিটিয়ে দু‌’বোনের দু’হাত ভেঙ্গে দিয়েছে নিজের আপন দু’ভাই।
জানা গেছে, ডাকবাংলার বাদপুকুরিয়া গ্রামের মৃত. মোবারক মন্ডলের চার ছেলে ও দুই মেয়ের মধ্যে, মেয়ে হালিমার স্বামীর বাড়ি ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের খালকুলা গ্রামে আর লতার স্বামীর বাড়ি পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ফরিদপুর গ্রামে, হালিমা ও লতা দুই বোন গত ৫দিন পুর্বে ১৭ এপ্রিল মঙ্গলবার রাতে বাদপুকুরিয়া গ্রামে নিজেদের পিতা মৃত. মোবারক মন্ডলের পৈত্রিক বাড়িতে এসে তাদের ফারায়াজের জমির হিসাব বুঝে নিতে আসে। সেসময় রাত ১১টার দিকে আপন চার ভাই জাহাঙ্গির, আলমগীর, রবিউল ও শামিম, দু’চাচা আতর আলী ও আলী হোসেনের হুকুমে দু’বোনের সাথে জমি দিবেনা মর্মে বাকবিতন্ডার এক পর্যায়ে হালিমা বেগম (৪২) ও তার বোন লতা বেগম (৩৫) কে মধ্যযুগীয় কায়দায় লাঠি, রড ও হাতুড়ি দিয়ে আঘাতের পর আঘাত করে দু’বোনের দু’হাত ভেঙ্গে ৫দিন ঘরে আটক করে রাখে। গ্রামবাসী ও প্রতিবেশীরা জানিয়েছেন, জমা জমির অংশীদারীত্ত্বকে কেন্দ্র করে চাচা আতর আলী ও আলী হোসেনের হুকুমে চার ভাই মিলে হত্যার উদ্দ্যেশ্যে দুই বোনকে বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখে। পাড়া প্রতিবেশীরা ছুটে এসেও তাদের উদ্ধার করতে পারেনি। গুরুতর অসুস্থ্য ও অসহায় দুই বোনকে পাঁচদিনের ভিতরে বাড়ির কেউ চিকিৎসাও নিতে দেয়নি। খবর পেয়ে হালিমা বেগমের স্বামী সোনা খন্দকার ছুটে এসে একই গ্রামের ফুফাতো কুটুম হেলাল ও ফারুকের সাথে নিয়ে পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় দুইবোনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, হালিমা বেগম ও তার বোন লতা বেগমের চিকিৎসা চলমান আছে তাদের দু’জনের দু’হাত ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় হালিমা বেগমের স্বামী সোনা খন্দকার সাংবাদিকদের জানায়, ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে এবং আমি এঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি কামনা করছি।
এব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদ শেখ জানান, এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে, আইন অনুযায়ী আমরা যথাযথ ব্যাবস্থা নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!