www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

আত্রাইয়ে স্কুল সরকারিকরণ করায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ের আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়কে গত ৭ মে সরকারিকরণ করায় এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। পরে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আহসান উল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামাণিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মোল্লা আজাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হক দুলু, আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ উদ্দিন, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির নওগাঁ শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, রাণীনগর শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখখার হোসেন খাঁন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মাস্টারমাইন্ড বিএম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডিএস জাহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!