৮ বছর পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট
ক্রীড়া ডেস্ক, : ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরেন লঙ্কান দল। সে থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে সেই রক্তের দাগ মুছে পাকিস্তান সফরে গেল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা। ম্যাথুস-চান্দিমালরা পাকিস্তানে পা রাখার পর পরই নিরাপত্তা বলয় তৈরি করে দেশটি। নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে ক্রিকেটারদের টিম হোটেল এবং স্টেডিয়ামের আশপাশ।
আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ম্যাচটি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বড় ভূমিকা রাখবে বলে মনে করে দেশটির ক্রিকেট বোর্ড।
এর আগে পাকিস্তানে আসা নিয়ে বেঁকে বসে লঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে লিখিত বক্তব্যে ভেন্যু বদলের অনুরোধ করেন ক্রিকেটাররা। কিন্তু তাদের আবেদনে সাড়া না দিয়ে আগের সিদ্ধান্তেই অটুট বোর্ড।