২ হাজার ৮০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালইয়া বলেছেন, ইউক্রেনে সংঘাতের সময় রাশিয়ার বাহিনীর অন্তত দুই হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এছাড়া দেশটি ৮০ টি ট্যাংক হারিয়েছে।
শুক্রবার দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ফেসবুকে এক বিবৃতিতে আরো বলেন, রাশিয়ান বাহিনী ৫১৬টি সাঁজোয়া যুদ্ধযান, ১০টি বিমান ও সাতটি হেলিকপ্টার হারিয়েছে।
আল জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর এমন দাবির বিষয়ে মস্কোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরা ইউক্রেন মন্ত্রীর এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এর আগে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত সংঘাতে রাশিয়ার এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে।
এদিকে রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা পশ্চিম দিক থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে অবরুদ্ধ করেছে। এছাড়া কিয়েভের বাইরে হোস্টোমেল বিমানবন্দর তারা দখল করে নিয়েছে।
এছাড়া, সর্বশেষ ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির সরকার উৎখাতের আহ্বান জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশে এক টেলিভিশন ভাষণে পুতিন এমন আহ্বান জানান।