www.comillabd.com কুমিল্লাবিডি ডট কম

সত্য সন্ধানে আপোসহীন

দেশজুড়ে

সুনামগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের হাজীপাড়াস্থ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, ইউএনডিপির কমিউনিকেশন আউটরিচ স্পেশালিস্ট অপর্না ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার ২০টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ৮ মাসে তিনটি ৩৩৯টি ফৌজদারী ও দেওয়ানী অভিযোগ গ্রাম আদালতে দায়ের করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে ৩৩৬টি অভিযোগ সামাজিক বিচার নিষ্পত্তি হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে তৃণমুল জনগনকে আরও সচেতন করার লক্ষ্যে কার্যকরি ভূমিকা পালনের আহ্বান জানান গণমাধ্যম কর্মীদের। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ দ্বিতীয় পর্যায়ের প্রকল্প, বাংলাদেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার জন্য দেশের ২৭টি জেলার ১০৮০টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!