শ্রীপুরে শীতলক্ষ্যায় নৌকা ডুবি নিহত-১
গাজীপুর থেকে : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমা এলাকায় গতকাল রবিবার রাত দশটার দিকে শীতললক্ষ্যা নদীতে গার্মেন্টস শ্রমিকদের বহনকারী নৌকা ডুবিতে এক মহিলার লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী। নিহত গার্মেন্টস শ্রমিক সেলিনা আক্তার ( ২৮) সিংহশ্রী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। টঙ্গি দমকল বাহীনির ডুবুরী দলের ইন্সপেক্টর মোহাম্মদ হুসেন বলেন, রাত দশটার দিকে ৩০-৩৫ জন গার্মেন্টস শ্রমিক বহনকারী নৌকাটি বরমী থেকে বরমা এলাকায় কিছু নামিয়ে সিংহশ্রী যাওয়ার পথে বরমা সিংহশ্রী ব্রীজের নিকট মাঝ নদীতে বালু বোঝাই ট্রলারের সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা যাত্রীরা সাঁতরিয়ে ডাঙ্গায় উঠে আসলেও এক মহিলা নিখোজ হয়। খবর পেয়ে রাত দশটার দিকে টঙ্গী দমকল বাহীনির ডুবুরী দল উদ্ধার তৎপরতা শুরু করে। সোমবার সকাল নয়টার দিকে নিখোঁজ সেলিনা আক্তারের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।