শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে বিদ্যুৎর তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।৮ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টায় তার নিজ বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করার সময় এঘটনাটি ঘটে।নিহত কৃষক নুরুল হক (৪৫) মৃত আহাম্মদ আলীর ছেলে।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বলেন, সকালে কৃষক নুরুল হক তার কৃষি জমিতে কাজ করতে গিয়ে পাশের আব্দুল খালেকের পোল্ট্রি খামারে বিদ্যুতের পার্শ্ব সংযোগের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, অসাবধানতা বশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। কারো অভিযোগ না থাকলে মরদেহ দাফনের জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।